১৫ দিন প্রস্পেক্টিং করে লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট নেওয়া
রোজার আগে একটানা ১৫ দিনব্যাপী আমাদের একটা লাইভ চ্যালেঞ্জ চলতেছিল. এই চ্যালেঞ্জটা ছিল মূলত আমাদের এই কোর্সেরই একটা অংশ. সব মেন্টর রাই তো থিওরি বুঝায় তাই আমরা চিন্তা করলাম একদম লাইভে যদি একটা চ্যালেঞ্জ নিয়ে সবার সামনে ক্লাইন্ট জেনারেট করে পেমেন্ট রিসিভ করে এবং প্রজেক্ট ডেলিভার করে দেখাই তাহলে কেমন হয়? বিষয়টা তেমন কষ্ট করছিল না আমরা ১০ জন ক্লাইন্ট টার্গেট করি তাদের জন্য কেস স্টাডি বানাই তারপরে কিছু স্যাম্পল প্রোভাইড করার পরেই – একজন আমাদের প্রপোসাল একসেপ্ট করে এবং দুই দিনের মধ্যেই আমরা পেমেন্ট রিসিভ করি